
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার কল্যাণের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের আহ্বানে এই পূর্ণ কর্মবিরতি চলবে।
জানা যায়, এক দফা এক দাবি প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, সহকারী সমিতি ও পরিদর্শক সমিতি পালন করছে।
কর্মবিরতির ফলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা ব্যহত হচ্ছে।
পরিবারকল্যাণ সহকারী রুনা লায়লা বলেন, “আমরা পরিবার কল্যাণ সহকারী রাজস্ব খাতভুক্ত কর্মচারী। দীর্ঘ ২৬ বছর আমাদের নিয়োগবিধি নেই। নিয়োগবিধি না থাকার কারণে আমরা পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমরা রাজস্বভুক্ত কর্মচারী হলেও ১৭তম গ্রেডে কাজ করে যাচ্ছি। আমরা মা ও শিশুদের সকল স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনার সেবা দিই এবং সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়ন করি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ১০ দিন আমরা পূর্ণ কর্মদিবস পালন করব।”
পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, “নিয়োগবিধি না থাকার কারণে অধিদপ্তরে পর্যায়ক্রমে নিয়োগ হচ্ছে। একই পদে দীর্ঘদিন কাজ করার কারণে আমাদের কোন পদোন্নতি হচ্ছে না। আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমরা পূর্ণ কর্মবিরতি পালন এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান নিয়েছি।”
বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন জানান, “আমরা সারা দেশে ৩৩,৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, দম্পতি নিবন্ধন এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। ২৬ বছর ধরে আমাদের কর্মীদের বঞ্চনা চলছে।”