ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাঙামাটিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাঙামাটিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে জেলায় পুলিশের চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালা ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে সুখী নীলগঞ্জের জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শুরু হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব কর্মশালার উদ্বোধন করেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।”

প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনে এই প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ কর্মশালা,রাঙামাটি,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত