ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মঙ্গলবার তার বড় মেয়ের শ্যামনগরস্থ বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন।

আহাদ আলী গাজীর বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার বিশ্বাসবাড়ি পূর্বপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুরে যোহরের নামাজের পূর্বে আহাদ আলীর পারুলিয়াস্থ বাড়িতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

দেবহাটা,বীর মুক্তিযোদ্ধা,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত