
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রংপুর মহানগরীর তাজহাট মেট্রোপলিটন থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তাজহাট থানাধীন পার্কের মোড় আবু সাঈদ চত্বরে তাজহাট থানা যুবদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহ্বায়ক আবু তাহের মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তাজহাট থানা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নূরনবী চৌধুরী মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন—১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন, তাজহাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউর রহমান বাপ্পি, সাকিরুল ইসলাম শাওন, শহিদুল ইসলাম, লাবু মিয়া, রেজাউল ইসলাম রাজু, ওসমান গনি, রাহেনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলম, তাজহাট থানা ছাত্রদলের সভাপতি আশিক রায়হান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ৩১ নং ওয়ার্ড সভাপতি রিন্তো মিয়া, সাধারণ সম্পাদক সুজন মিয়া, ১৫ নং ওয়ার্ড সভাপতি নুর আক্তার, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম, ২৮ নং ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মিলন মিয়া, ৩২ নং ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম মুহিব, সাধারণ সম্পাদক ইনসান মিয়াসহ তাজহাট থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।