ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে মারা যাওয়া শিশুর মরদেহ হস্তান্তর

ভারতে মারা যাওয়া শিশুর মরদেহ হস্তান্তর

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বাংলাদেশি শিশুর মরদেহ সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে ওই শিশুর মরদেহ তার বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।

৭ বছর বয়সী মৃত শিশুর নাম তাসনিম বেগম। সে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুরের বাসিন্দা শাহালাল হোসেনের মেয়ে।

জানা গেছে, শিশু তাসনিম বেগমের চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা গত ২৫ নভেম্বর ভারতে যান। কলকাতার মনিপাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল তাসনিম। সেখানেই মঙ্গলবার ভোরে শিশুটি মারা যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হয়। সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৯৮৬ এর কাছ থেকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সোনামসজিদ আইসিপি কমান্ডার তাজুল ইসলাম এবং ১১৯ বিএসএফ মাহাদিপুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর পুরান মাল। দুই দেশের ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে নিহত শিশু তাসনিম বেগমের মরদেহ তার শোকার্ত পরিবারের কাছে হস্তান্তর করে।

ভারত,শিশু,মরদেহ হস্তান্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত