
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় নেতা মওলানা রফিকুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুরে উপজেলার মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, উল্লাপাড়া-৪ আসন বহুদিন ধরে অবহেলিত রয়েছে। এ অবহেলিত এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায় এ এলাকার মানুষ। তাদের কল্যাণে কাজ করতে চাই এবং সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, বিশেষ করে মাদকমুক্ত সমাজ, কর্মসংস্থান, শিক্ষা, কৃষক উন্নয়ন ও যুবশক্তির উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়েও বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।