
সিরাজগঞ্জ সদর উপজেলার কুষাহাটা গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ইন্সপেক্টর আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের খোলা মাঠে রোববার সকালে ওই নারীর উলঙ্গ অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।