
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে ভাই বোন বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশু শ্রমিক সোহানের করুণ মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোহান (১৪) সৈয়দপুর নিলফামারী চেয়ারম্যান পাড়ার সন্তান বলে জানা গেছে। সে বেশকিছু দিন ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ক্যানেল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলির ভাই বোন বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে অসাবধানতাবশত ময়দা খামির করার মেশিনে জড়িয়ে পড়ে সোহান। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে শিশু সোহান ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির সুরতহাল রিপোর্টের জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।