ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানি আটক

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানি আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় এক মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বালিয়াকান্দি থানা পুলিশ।

আটক আজিজ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

নির্যাতিত শিশুর পরিবার অভিযোগ করে বলেন, গত বুধবার (৩ ডিসেম্বর) পাশের বাড়ীর অদূরের এক হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায় শিশুটি। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১২টার দিকে চা দোকানি আজিজ শেখের দোকানের সামনে দিয়ে আসার সময় তিনি শিশুকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর শিশুটি বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু জানায়নি। একপর্যায় রাতে ব্যথায় কাতর হয়ে বিষয়টি পরিবারকে জানায়।

পরবর্তীতে বৃহস্পতিবার শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয়দের আপোষ মিমাংসার চাপে এবং অভিযুক্ত আজিজ শেখসহ তার পরিবারের হুমকি-ধামকির ভয়ে পরিবার শনিবার বাড়িতে ফিরে আসে। রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজ শেখসহ তার পরিবার। তারা দাবি করেছেন, পূর্ব শত্রুতার কারণে মিথ্যা অভিযোগ করে তাদের সন্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, সে সময়ে আজিজ শেখ বাড়িতে ছিলেন না।

অপরদিকে স্থানীয়রা দাবী করেছেন, ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যিনি জড়িত থাকুন না কেন, তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

বালিয়াকান্দি থানার এসআই আল-আমিন বলেন, বিষয়টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চা দোকানি আটক,শিশু ধর্ষণের অভিযোগ,৭ বছরের শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত