
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার ৭ ডিসেম্বর বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে মোট ৬৪ লাখ টাকার এই চেক তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান ইসলাম।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ জন নিহতের পরিবার এবং আহত ২ জনের পরিবার—সর্বমোট ১৪টি পরিবারের সদস্যদের মধ্যে এই ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক লিটন বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুক্তা, টি আই প্রশাসন আমিরুল ইসলাম, মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, উচ্চমান সহকারী শাকিরুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সেক্রেটারী জাকির হোসেন প্রমুখ।