ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

টাঙ্গাইলের তিনটি সংগঠনের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

সভায় বক্তব্য দেন— টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এতে জেলার তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন এবং নবাগত পুলিশ সুপার শামসুল আলম সরকারের সঙ্গে পরিচিত হন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো।’

তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মাধ্যমেই জনগণ ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে এবং তিনি তারই অংশ হিসেবে টাঙ্গাইলে যোগ দিয়েছেন।

তার ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বিগত নির্বাচনে যেসব সমস্যা ছিল তা যেন পুনরাবৃত্তি না হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তা নিশ্চিত করাই আমাদের কাজ।’

তিনি আরও বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমও যথাযথভাবে পালন করা হবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

পুলিশ সুপারের মতবিনিময়,টাঙ্গাইল সাংবাদিক,নবাগত পুলিশ সুপার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত