ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভাবনা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ. কে. এম. শিবলী।

বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে মুখ্য আলোচক ও কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ সরকার।

ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর সুজন সুশাসনের জন্য নাগরিক ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, এ.টি.এম. ফয়জুল কবির, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীপ রায় প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আছসারুন্নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, পৌর কলেজের প্রভাষক মোশাররফ হোসেন ভূইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা হাজী আব্দুস সালাম, খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ভোক্তা অধিকার সভাপতি আজিজা সোপান, তৈরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। এছাড়া আলোচনা সভায় শিক্ষাবিদ, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা। এখন দেখতে হবে-আচরণ বিধি মানা হচ্ছে কিনা, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ রয়েছে কিনা, সব দলের এজেন্টদের উপস্থিতি রয়েছে কিনা, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এবারের নির্বাচনে ধারণা করা হচ্ছে উগ্রবাদী গোষ্ঠী ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা রয়েছে। এবার বড় দলগুলো প্রভাব বিস্তার করতে পারবে। এছাড়া যারা নির্বাচনে অংশ নিতে পারবে না তারাও বিশৃঙ্খলা করতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া,নাগরিক ভাবনা,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত