
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ বাদল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার মীরগদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরগদাই এলাকার নুরু মিয়ার ছেলে।
জানা গেছে, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেন ও তাদের অনুসারীরা বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পূর্বনির্ধারিত চাঁদার টাকা দাবি করে।
ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে টেডা ইকবাল বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।”