ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতমের পর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্তরের সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব এবং সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা।

আলোচনা সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ, কিন্তু তার জন্য দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাঁড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি।”

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনি। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

রাজবাড়ীতে দোয়া মাহফিল,সুস্থতা কামনা,বেগম খালেদা জিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত