
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল-এর পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম পর্যায়ে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা হয়। দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা সভা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতে আমির মাসুক আহমেদ, লেখক গবেষক আহমদ সিরাজ, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, বিআরডিবির সভাপতি সারোয়ার শোকরানা, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।