ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

রংপুরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুর এর সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।

এদিন সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক-এর পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর টাউনহল প্রধান ফটকের সম্মুখে প্রধান সড়কের পাশে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয় এবং মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন রংপুর এর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল ফয়সাল-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। সরকারি দুর্নীতির চিত্র নিয়ে আলোচনা ও অভিযোগ-তদন্ত হলেও বেসরকারি বা ব্যক্তিগত দুর্নীতির মাধ্যমেই বড় অংশ টাকা পাচার হয়েছে। তাই প্রয়োজন সকল পর্যায়ের দুর্নীতিকে তদন্তের আওতায় নিয়ে এসে তা প্রতিরোধ করা। বৈষম্যমুক্ত সমাজ গড়তে নিয়োগে স্বচ্ছতা ও মেধাকে শুধুমাত্র মাপকাঠি বিবেচনা করা।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলার মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি নির্মূল প্রক্রিয়া শুরু করতে হবে, বৈষম্য দূর করতে আবু সাঈদের মতো তরুণরা বার বার জীবন দিবে নাকি? বরং দুর্নীতি হ্রাস করে এ রক্তের ঋণ শোধ করতে হবে, দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বরং প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। তরুণদের হাত ধরেই বাংলাদেশের সকল গণ আন্দোলন গড়ে উঠেছে, তাই দাসত্বমুক্ত সমাজ গঠনের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। দুর্নীতিরোধে নৈতিকতার চর্চা বাড়াতে হবে, অফিস প্রধানদের দুর্নীতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি আখতারুজ্জামান বসুনিয়া, দুদক-এর রংপুর বিভাগীয় পরিচালক মোহা. নূরুল হুদা, রংপুরের পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সভাপতি ড. নাসিমা আকতার এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।

এর আগে সভায় স্বাগত বক্তব্যে দুদক এর রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

সবশেষে সভার সভাপতি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তার সমাপনী বক্তব্যে বলেন, সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তরুণদের ভিত্তি স্থাপন করতে হবে।

এছাড়াও দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকল আয়োজনে উপস্থিত ছিলেন জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, সনাক, দুপ্রক রংপুরের সদস্যবৃন্দ, দুদক, টিআইবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, সেচ্ছাসেবীসহ নাগরিকরা।

রংপুর,দুর্নীতিবিরোধী দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত