
রংপুরের পীরগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ মাঠে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনু জামান শাহিন, বিএনপি নেতা আতাউর রহমান বিটু এবং পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু।
বক্তারা বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শীতে কষ্টে থাকা মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।