
মুন্সীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে মানবাধিকার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা ও মানুষের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
এ বছরের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল—“মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়।” সভায় অংশগ্রহণকারীরা জানান, প্রতিটি ব্যক্তির অধিকার, মর্যাদা ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন এবং তা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা আজ সময়ের দাবি। মানবাধিকার সর্বজনীন এবং সুরক্ষার যোগ্য—এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. কাইয়ুম। সভাপতিত্ব করেন ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী।
তিনি বলেন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সমাজে সচেতনতা বৃদ্ধি আজ অত্যন্ত প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সভাপতি শফিকুল হাসান তুষার।
এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান, আন্তর্জাতিক নারী বিষয়ক সম্পাদক পিংকি রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানী আখতারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু সরকার বা সংগঠনের একার দায়িত্ব নয়; পরিবার ও সমাজ থেকে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সবারই সচেতন হওয়া জরুরি।
সভার শেষে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।