অনলাইন সংস্করণ
১৫:৩৯, ১১ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)।
প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টার লাগানো চলছিলো। সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে পোস্টারিং করার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাধা দেয়। প্রতিবাদ জানালে ছাত্রশক্তির কর্মী তামিমকে মারধর করা হয় এবং তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার দুপুর ২টায় তামিম, রিয়াদ ও বায়েজিদ ওই অজ্ঞাত ব্যক্তিদের চিহ্নিত করতে মিতালী মার্কেটে যান। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে হঠাৎ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। ছুরিকাঘাতে তারা গুরুতর আহত হন।
পরে এনসিপির অন্য নেতাকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ড এলাকার প্রো অ্যাকটিভ হাসপাতালে এবং এরপর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ভর্তি করেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, রাতে পোস্টার লাগানোর সময় তাদের ওপর প্রথম দফায় হামলা হয়। কারা মারধর করেছে তা জানতে ফুটেজ সংগ্রহ করতে গেলে পুনরায় সন্ত্রাসী হামলার শিকার হন তারা।
তিনি আরও জানান, হামলাকারীরা মিতালী মার্কেটের কিছু কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চলে—এমন তথ্য তারা পেয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার নিয়ে তিনি দাবি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল বারিক বলেন, ভুক্তভোগীসহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।