
দিনাজপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলার কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুষ্ঠিত হয়েছে পাটচাষী সমাবেশ–২০২৫।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক (উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প), পাট অধিদপ্তর–ঢাকার দীপক কুমার সরকার।
তিনি পাট চাষের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধির কৌশল, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের সমস্যা-সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, বিএডিসির যুগ্ম পরিচালক (পাটবীজ) মো. সুলতানুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম এবং দিনাজপুর পাট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সোলায়মান আলী।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন দিনাজপুর পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।
সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদ জামাল হোসেন, খানসামা উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান এবং চিরিরবন্দর উপজেলার মো. রবিউল ইসলামসহ বিভিন্ন উপজেলার পাটচাষীরা।
দিনাজপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পাট ও পাটবীজ চাষীরা এ সমাবেশে অংশ নেন।