
রংপুরে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্দ্যেগে সাইটসেভার্স এর অর্থায়নে এবং সহায়তায় ডিসট্রিক্ট ইন আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে চক্ষুসেবা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে রংপুরে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তি, দলিত হরিজন,আদিবাসী এবং নারী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) তুষার কান্তি দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিমুন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতাল কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো. মাসুদ রানা, সিডিডি-এর ডিজ্যাবিলিটি ইনক্লুশন অফিসার ইফতিখারুল হাসান ও রংপুর জেলার ২৯টি সংগঠন ও এনজিও-এর প্রতিনিধিরা।
সভায় এই প্রকল্পের সাফল্য আলোচনা ও পরিকল্পনা করা হয়। আগামী ২০২৬ সালের প্রথম ৬ মাসের রংপুর জেলায় বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি, নারী, দলিত, হরিজন, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর চক্ষু সেবায় চক্ষু ক্যাম্প করার পরিকল্পনা গ্রহন করা হয়, যেখানে উপস্থিত সংগঠনগুলো অন্ধত্ব দূরীকরণে আরও ব্যাপকভাবে কাজ করবে।