
বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশে কোনো অন্যায়-অত্যাচার, লুটপাট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মাধবদী বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের চোর, ডাকাত, খুনী বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। আইনের অযুহাত দেখিয়ে তাকে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে, যোগ্য ব্যক্তিকে দেব। বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশে কোনো অন্যায়-অত্যাচার, লুটপাট হবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও প্রায় ৩ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড. শিরীন সুলতানা, মাধবদী পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু-সহ নেতাকর্মীরা।