ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে পালিত হয়েছে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, সরকারি হরগঙ্গা কলেজ, প্রেসিডেন্ট প্র. ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ পৌরসভা, প্রেসক্লাব, এভিজেএম স্কুল ও অন্যান্যরা।

এসময় শহিদদের জন্য দোয়া করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রমুখ।

মুন্সীগঞ্জ,হানাদার মুক্ত দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত