ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় জামায়াত প্রার্থী নিজেই ছিড়লেন নিজের পোস্টার

নওগাঁয় জামায়াত প্রার্থী নিজেই ছিড়লেন নিজের পোস্টার

নওগাঁ প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫’ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধিমালা প্রকাশ করায় নির্বাচনী প্রচারণায় নিজের ব্যানার, বিলবোর্ড ও পোষ্টার অপসারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ সদর-৫ আসনের প্রার্থী আ.স.ম সায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের দয়ালের মোড় থেকে ব্যানার-পোস্টার অপসারণ শুরু করেন তিনি।

এসময় সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওলানা ওবায়দুল ইসলাম সহ উপজেলার ‎জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় প্রার্থী আ.স.ম সায়েম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য সন্ত্রাসমুক্ত পেশীশক্তি এবং কালো টাকার ব্যবহার রোধ করতে হবে। কিন্তু এখনো হুমকি-ধামকি আছে। আমি আশাবাদী, নির্বাচনে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে এবং ভোটাররা উৎসমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। এসময় বিজয়ের আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে ইসি নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নওগাঁ,জামায়াত প্রার্থী,পোস্টার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত