ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

আলমডাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদল নেতা মো. লিখন (২৬) কে আটক করা হয়। তিনি আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার বাসিন্দা এবং মৃত তারাচাদ শেখের ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

হারদীর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাদের সঙ্গে ছিল।

অভিযান শুরুর আগে পুরো এলাকা ঘিরে রাখা হয়। পরে বাবুপাড়ার একটি টিনের ঘরে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই মো. লিখনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তার অনুভূতি তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

ছাত্রদল নেতা আটক,অস্ত্রসহ,আলমডাঙ্গায় যৌথ অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত