ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদীর ঘটনায় আসামি ধরতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

হাদীর ঘটনায় আসামি ধরতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি কার্যক্রম চলছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত সিলগালা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, সরাসরি তত্ত্বাবধানে সীমান্তে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বোচ্চ সতর্কতা,বেনাপোল সীমান্ত,হাদীর ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত