ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে ঢাক-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাতটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট, পান্না চত্তর হয়ে শহীদ স্মৃতি চত্তরের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। নির্বাচনে তার জনপ্রিয়তা ও সম্ভাব্য বিজয় নিশ্চিত জেনেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভয় ও সন্ত্রাসের মাধ্যমে শক্ত প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের সহিংস রাজনীতি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, “গুলি, হামলা ও ভয় দেখিয়ে জনগণের অধিকার দমন করা যাবে না। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।” সমাবেশ থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, মো. খলিল ও সাইদুর জামান সাকিব।

এছাড়া রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুস সাত্তার মীজি, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মশাল মিছিল ও সমাবেশ,রাজবাড়ী,হাদির ওপর গুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত