
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৬০), মাছুমপুর মহল্লার জহির আলীর ছেলে; একই ওয়ার্ডের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোহর (৫৯), আব্দুল জলিলের ছেলে; এবং পৌর এলাকার সাংগঠনিক সম্পাদক লিমন (৪৫), মান্নান সরকারের ছেলে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান জানান, শুক্রবার রাতে মাছুমপুর মহল্লায় বিশেষ অভিযানে রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
একই দিনে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ভট্রকাওয়াক মহল্লায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ওসি নূরে আলম জানান, শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।