
‘গৌরবোজ্জ্বল শতবর্ষ উৎসবে শত প্রাণ, সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’—এই শ্লোগানে হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষী এই বিদ্যাপীঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে শতবর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
শতবর্ষ উৎসবে বিভিন্ন ব্যাচের প্রায় চার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় কুশল বিনিময়, স্মৃতিচারণ ও আনন্দঘন আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।
বিশাল প্যান্ডেলে দিনভর আলোচনা সভা, সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সেলফি ও ফটোসেশনে প্রাণ ফিরে পায় বিদ্যালয় প্রাঙ্গণ। বর্তমান শিক্ষার্থীরা আবীর রঙে রাঙিয়ে দেয় প্রাক্তন শিক্ষার্থীদের। অনেকেই আবেগাপ্লুত হয়ে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান।
সকাল থেকেই বিদ্যালয়সংলগ্ন সড়ক ও মাঠে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সবুজ প্রকৃতি ও শীতের সকালের আবেশে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আপ্যায়ন, চিকিৎসা ও সার্বিক তদারকি ব্যবস্থা ছিল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ।
শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান, এফসিএ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাইয়ারা নুর রিপা। পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন ড. নুরুল হক চৌধুরী মনি, কাজী লুৎফুর রহমান, দেওয়ান আবদুল কাদের, আবুল ফজল দোস্ত মোহাম্মদ, ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ইঞ্জিনিয়ার দেওয়ান হানজালা, অ্যাডভোকেট ইবাদুল আলী আকবর খান ও বাবু সুবোধ চন্দ্র সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন খান এবং সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার।