
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন, বর্তমানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু সাংবাদিকদের খবরে মানুষ সত্য জানতে পারে।
শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আ.স.ম সায়েম বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের অনেক বাধা-বিপত্তি পেরোতে হয়। আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবেই প্রকাশ ও প্রচার করবেন। কালো দিকগুলো থেকে আমরা সংশোধন হবো। পাশাপাশি ভালো সংবাদ ও তথ্য প্রচার করবেন, এতে মানুষ উপকৃত হবে।
নওগাঁর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার উন্নয়নে পূর্বে যারা কাজ অসম্পূর্ণ রেখে গেছেন, সেই কাজগুলো সম্পূর্ণ করা হবে। দলমত নির্বিশেষে জেলার উন্নয়নে এবং নতুন প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সংখ্যালঘু বলে কাউকে কটাক্ষ করা হবে না। তারা এমনিতেই ভয়ের মধ্যে থাকে। তারা যেন আদর্শের সঙ্গে বুক উঁচিয়ে কথা বলতে পারে, এমন একটি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।