ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গজারিয়ায় নৌ ডাকাতদের সোর্স সালাউদ্দিন আটক

গজারিয়ায় নৌ ডাকাতদের সোর্স সালাউদ্দিন আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জনপদ গুয়াগাছিয়া এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে চিহ্নিত নৌ ডাকাত নয়ন ও পিয়াস সরকারের অন্যতম সোর্স সালাউদ্দিনকে চরচাষী এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, সালাউদ্দিন (২৩) নয়ন-পিয়াসের সোর্স হিসেবে এলাকায় কাজ করতো। আইনশৃঙ্খলা বাহিনীর আসা-যাওয়ার খবরসহ এলাকার পরিস্থিতির তথ্য দিয়ে নৌ ডাকাতদের সহায়তা করতো।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন-পিয়াস। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর শুক্রবার বিকেলে প্রথম দফায় এবং শনিবার সকালে দ্বিতীয় দফায় এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

সোর্স সালাউদ্দিন আটক,নৌ ডাকাতদের সোর্স,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত