ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে একই দিনে ২ নববধূ নিখোঁজ

সিরাজগঞ্জে একই দিনে ২ নববধূ নিখোঁজ

সিরাজগঞ্জে একই দিনে একই গ্রামের দুই নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। ইতোমধ্যেই এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের সামির হোসেনের মেয়ে সাদিয়া (১৮) প্রায় সাড়ে ৩ মাস আগে একই এলাকার সয়দাবাদ গ্রামের সুজাব আলী নামে যুবকের সাথে বিয়ে হয় এবং চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিয়ার (১৮) একই গ্রামের যুবক আনিসুরের সাথে বিয়ে হয় প্রায় ৩ মাস আগে। এ বিয়ের এক মাস পর আপোষ মিমাংসায় রিয়ার ডির্ভোস হয়। কয়েক সপ্তাহ আগে এ ২ মামাতো ফুফাতো বোন একই গ্রামের বাবার বাড়ি আসে এবং গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা রাতে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। অবশেষে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে জানান, এ ঘটনায় জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যেই বিশেষ তদন্ত শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,নববধূ,নিখোঁজ,জিডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত