
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরিত্যক্ত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের টয়লেট কক্ষ থেকে নিখোঁজ বৃদ্ধ জুড়ান খন্দকারের (৬৯) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার গান্দাইল উত্তরপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে।
কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় এক মাস আগে একই এলাকার বড়ইতলী মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন জুড়ান খন্দকার। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়।
রোববার দুপুরে ওই অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিকেলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে টয়লেটের কমোডের ওপর বসে থাকা অবস্থায় তার অর্ধগলিত লাশ দেখতে পান।
পুলিশ ওইদিন সন্ধ্যারাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সোমবার সকালে লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।