ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জে শহরের গুরুত্বপূর্ণ দুটি সরকারি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটা ও সাড়ে সাতটার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ককটেলটি সন্ধ্যা সাতটার দিকে জেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং দ্বিতীয়টি সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে বিকট শব্দে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এতে সড়কে চলাচলরত পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এলাকায় আতঙ্ক,ককটেল বিস্ফোরণ,বিজয় দিবস ঘিরে,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত