ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পাংশায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকোর কর্মীর মৃত্যু

পাংশায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকোর কর্মীর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির এক কর্মী নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে এবং ব্রিটিশ টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তি আব্দুর রাজ্জাক, তিনি চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক সিগারেট বহনকারী একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানসু সুমা জানান, হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যু,ব্রিটিশ টোব্যাকোর কর্মী,পাংশায় ট্রাকের ধাক্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত