ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপন

পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ভরে উঠেছে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভ।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে তোপধ্বনির আয়োজন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. প্রণব কুমারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা শহীদদের প্রতি সালাম প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ঈশ্বরদী উদ্যোক্তা প্লাটফর্মের সহযোগিতায় বিজয় মেলা–২০০৫ আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

ঈশ্বরদী,মহান বিজয় দিবস,উদযাপন,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত