ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

তাড়াইলে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মান জানানোর আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং তাড়াইল থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে অনুষ্ঠানের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের অবদান জাতি কখনো ভুলবে না। মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মরণ করলেই হবে না, তা আমাদের চিন্তা-চেতনা ও কর্মে বাস্তবায়ন করতে হবে। তিনি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের কল্যাণে সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিশেষ অতিথিদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, বিকৃত ইতিহাস প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরাধিকার বহন করছেন, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সম্মানে এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি, আত্মত্যাগ ও গৌরবগাঁথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি জাতীয় ইতিহাস সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সুধীজনরা মত প্রকাশ করেন।

তাড়াইল,যুদ্ধাহত,বীর মুক্তিযোদ্ধা,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত