ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা কার্যালয় থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহান বিজয় দিবসে "ইনসাফ ভিত্তিক সমাজ চাই" স্লোগান সম্বলিত ব্যানারে মুখরিত ছিল র‍্যালিটি। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। তারা বলেন, একটি শোষণমুক্ত এবং ইনসাফ কায়েমের মাধ্যমেই বিজয়ের প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।

সমাবেশে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সর্বদা রাজপথে ছিল এবং থাকবে। তারা দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

নেত্রকোনা,দুর্গাপুরে,মহান বিজয় দিবস,বাংলাদেশ জামায়াতে ইসলামী,র‍্যালি,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত