ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলা শহরের প্রেসক্লাবের পেছনের ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টায় দামুড়হুদা উপজেলা শহরের প্রেসক্লাবের পেছনের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না পানিতে ডুবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরো জানান, এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা,অজ্ঞাত,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত