ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পাহাড়পুর বৌদ্ধবিহারে নির্মাণাধীন সড়কের জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

পাহাড়পুর বৌদ্ধবিহারে নির্মাণাধীন সড়কের জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

নওগাঁর বদলগাছীতে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণাধীন সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের আয়োজনে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় স্থানীয় কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আজমর হোসেন, মামুনুর রশীদ, শামীম হোসেন, আনিছুর রহমান, লিটন হোসেন, বিউটি আক্তার, মিনা বেগম, শিল্পি আকতার প্রমুখ।

এতে অংশ নেন সড়ক নির্মাণে জমি হারানো দুই শতাধিক কৃষক, কৃষানি ও স্থানীয় বাসিন্দা।

মানববন্ধন থেকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান না করা হলে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

পাহাড়পুর বৌদ্ধবিহার,জমি,ক্ষতিপূরণ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত