ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাহমুদ হাসান খান বাবু।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দুটি আসনে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে আজ পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।

চুয়াডাঙ্গা,বিএনপি প্রার্থী,মনোনয়ন ফরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত