ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান অনুষ্ঠিত

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত সহজ কোরআন শিক্ষা কেন্দ্রসমূহে শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া বায়তুন নূর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের ৩৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়। একই দিনে বড়চর বেনীনগর জামে মসজিদ কেন্দ্রেও এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মাওলানা আব্দুর রশীদ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা মাসুদ, বিনোদপুর কলেজপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও কেন্দ্র শিক্ষক হাফেজ মো. মিরাজ হোসেন, বড়চর বেনীনগর জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক এবং ২৮ কলোনী জামে মসজিদের ইমাম ও কেন্দ্র শিক্ষক মো. সেলিম উদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানে কোরআনের তাৎপর্য ও মানবজীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের সবক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি মাসব্যাপী রাজবাড়ী সদর উপজেলার শতাধিক সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজবাড়ী,শিক্ষার্থী,কোরআন সবক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত