
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ’—এই স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী মেলায় সাতটি স্টল রয়েছে। প্রবাসী মেলায় বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান এবং জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবাসগামী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।