ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু।

বুধবার সন্ধ্যায় পাংশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজবাড়ী-২ আসন পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, তাকে সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। মাঠপর্যায়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে কোনো ধরনের উৎসাহ-উদ্দীপনা নেই বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাজবাড়ী-২ আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য, গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে নতুন করে মনোনয়ন দেওয়া হলে দলীয়ভাবে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাকে নতুন করে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, সারা দেশের মতো রাজবাড়ী-২ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে প্রায় ৮০ শতাংশ মানুষ যে প্রার্থীকে সমর্থন করে, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে ঘোষিত প্রার্থীকে এলাকার জনগণ সহজে মেনে নিতে পারছে না। মনোনয়ন ঘোষণার পর এলাকায় কোনো আনন্দ, উৎসব কিংবা নির্বাচনী আমেজ সৃষ্টি হয়নি বলেও তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাদের জোর দাবি, রাজবাড়ী-২ আসনের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। রাজবাড়ী-২ আসনের জনগণ পরিবর্তন চায়, আর জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সময় নাসিরুল হক সাবুর কার্যালয়ে তার বিপুলসংখ্যক সমর্থক ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী,বিএনপি,প্রার্থী পুনর্বিবেচনা,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত