
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের বইপট্টিতে একটি হোটেলে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর আয়োজন করে।
এসময় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিনসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলায় ২৪টি ইউনিয়নে প্রাথমিক কাজ করা হচ্ছে। প্রতিনিয়ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে কৃষি ও মানবজীবনে জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে। আগামীতে নওগাঁ জেলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
তারা আরো জানান, মাঠে কাজ করার সময় প্রতি বছর বজ্রপাতে শ্রমিক মারা যাওয়ার ঘটনা ঘটছে, ফলে আতঙ্ক বেড়েছে। কলকারখানার নোংরা পানি ও প্লাস্টিকের বর্জ্যে নদী দূষণ হচ্ছে। এ থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এ জেলাকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করা হবে।