ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের আমন্ত্রণে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আওয়ামী সমর্থিত ইউপি চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

বুধবার সকালে কাউখালীতে উপস্থিত হয় জেলা প্রশাসক আবু সাঈদ কাউখালী গণ পাঠাগার, অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এসময় জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন ফুলের শুভেচ্ছা জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আচরণবিধি মানতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে।

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সকলকে সহযোগিতা করতে হবে।

তিনি ভোটারদের নির্ভয় ভোটকেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানেরও আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, কৃষি কর্মকর্তা সোমা দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফুজ্জামান মিন্টু, আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সী, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মো. রুস্তম আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি আলী হোসেন, কাউখালী কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার চিত্র উপস্থাপন করেন।

কাউখালী,জেলা প্রশাসক,মতবিনিময় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত