ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার’

‘আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার’

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার। তাদের পরিচর্যা ও সুন্দর জীবন গড়ে তোলার দায়িত্ব আমাদের। সমাজকে আলোকিত করতে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে।

বৃহস্পতিবার দিনাজপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত ও দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা-২০২৫ এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. ফয়জুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের সহ-সভাপতি মো. আল মমিন, তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের কোষাধ্যক্ষ তহমিনা আক্তার চুমকি এবং বালুবাড়ী ঢাকাইয়াপট্টি ইউএনডিসি’র সভাপতি আনোয়ারা বেগম।

সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশুদের অধিকার ও উন্নয়ন বিষয় নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। আমরা চাই কোনো শিশুর যেন বাল্যবিবাহ না হয়, কোনো শিশু স্কুল থেকে ঝরে না পড়ে এবং কোনো শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে সম্পৃক্ত না হয়।

তিনি আরও বলেন, শিশুদের পরিচর্যা ও সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর পৌরসভায় ৬৪৭ জন, আউলিয়াপুর ইউনিয়নে ৭৯১ জন, চেহেলগাজী ইউনিয়নে ৭৩৪ জন, শেখপুরা ইউনিয়নে ৭২০ জন এবং শশরা ইউনিয়নে ৬০৮ জন শিশুসহ মোট ৩ হাজার ৫ শত শিশুকে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল প্রদান করেছে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী।

রাষ্ট্র পরিচালনার কর্ণধার,আগামী দিনের,আজকের শিশুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত