
মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন হয়েছে। উপলক্ষ্যে কালেক্টরেট প্রাঙ্গণ এলাকায় বর্ণাঢ্য র্যালী এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে আয়োজিত অভিবাসন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আগত অতিথিদের সাথে নিয়ে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ নাহিদা পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মুন্সীগঞ্জ-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাস প্রত্যাগত প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রবাসীদের ওয়েজ আর্নাস বোর্ডের ঋণের চেক প্রদান করা হয়।