ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাগুরার ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

মাগুরার ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীগণ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এতে মাগুরার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলীয় নেতাকর্মীরা।

মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মাগুরা-১ আসনে আবদুল মতিন ও মাগুরা-২ আসন থেকে এমবি বাকের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবুসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এদিকে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। পরে বাড়ি ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের তদন্তাধীন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

মাগুরা,মনোনয়ন ফরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত