
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশেরে একটি দল এক কেজি গাঁজাসহ ইউসুফ সাধু (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউসুফ উপজেলার কোমরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে জেলা শাখা (ডিবি) এস আই জুম্মান খান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমরপুর পূর্ব পাড়া গ্রামস্থ আব্দুস সালামের বাঁশবাগান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ইউসুফ সাধুকে আটক করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।